সংক্ষিপ্ত বিবরণী |
বিস্তারিত বিবরণ |
||||||||
মানিকগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয় ১৮৪৫ সালের মে মাসে। মানিকগঞ্জ মহকুমা প্রথমে ফরিদপুর জেলার (১৮১১ সালে সৃষ্ট) অধীন ছিল। প্রশাসনিক জটিলতা নিরসন কল্পে ১৮৫৬ সালে মানিকগঞ্জ মহকুমাকে ফরিদপুর জেলা থেকে ঢাকা জেলায় অন্তর্ভূক্ত করা হয়। ০১ মার্চ ১৯৮৪ সালে মানিকগঞ্জ কে জেলায় উন্নীত করা হয়। |
আয়তনঃ ১৩৭৮.৯৯ বর্গ কিঃমিঃ নির্বাচনী এলাকাঃ
মোট জনসংখ্যা = ১৩,৯২,৮৬৭, পুরুষঃ ৬,৭৬,৩৫৯ জন, মহিলাঃ ৭,১৬,৫০৮ জন স্থূল জন্মহার : ১৬.৫৬ (হাজারে) স্থূল মৃত্যুহার : ৪.৮৯ (হাজারে) মোট ভোটার সংখ্যা পুরুষঃ ৪,১৮,১৬৮ জন, মহিলাঃ ৪,৫১,১৩৫ জন উপজেলাঃ ০৭টি থানাঃ ০৭টি পৌরসভাঃ ০২টি ইউনিয়নঃ ৬৫টি গ্রামঃ ১৬৬৮ টি সিটি কর্পোরেশনঃ নেই প্রাথমিক বিদ্যালয়ঃ ৬৪৮ টি। মাধ্যমিক বিদ্যালয়ঃ ১৫৮ টি। মাদ্রাসাঃ ২৮ টি। কলেজঃ ৩১ টি। মৌজাঃ ১৩৫৭ টি। নদীঃ প্রধান ০৫টি নদীঃ ১) পদ্মা ২) যমুনা ৩) ধলেশ্বরী ৪) ইছামতি ৫) কালিগঙ্গা
বদ্ধ জলমহাল ২০ একরের উর্ধ্বে ও অনুর্ধ্ব ২০ একরঃ ২০ একরের উধের্ব ১৬ টি, ২০ একরের নীচে ৬৫ টি। উন্মুক্ত জলমহালঃ ২২টি। হাট-বাজরঃ ১২১ টি। মোট জমিঃ ১২০৭৯৭.৩২ হেক্টর। মোট আবাদী জমিঃ ১০৭৮১৭ হেক্টর। ইউনিয়ন ভূমি অফিসঃ ৬৬ টি। পাকা রাস্তাঃ ২৬৪ কিঃমিঃ কাঁচা রাস্তাঃ ২২৬১ কিঃমিঃ আবাসনঃ প্রস্তাবিত ১৭টি, বাস্তবায়নকৃত ১৩টি। আশ্রায়ন প্রকল্পঃ ১৩টি। আদর্শ গ্রামঃ ২২টি। খেয়াঘাট/ নৌকাঘাটঃ ৪৯ টি। দর্শনীয় স্থানঃ সাটুরিয়া উপজেলার বালিয়াটি প্রাসাদ ও বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়, শিবালয়ে তেওতা জমিদার বাড়ী ও নবরত্ন মঠ, সদর উপজেলায় কবিরাজ বাড়ী, সিংগাইর রফিক নগরে শহীদ রফিক জাদুঘর, হরিরামপুর ঝিটকায় পোদ্দার বাড়ী ও যাত্রাপুরে স্বপ্নপুরী।
আদিবাসী জনগোষ্ঠীঃ জনসংখ্যার ঘনত্বঃ সংসদীয় আসনঃ ০৩ টি ভৌগলিক অবস্থান ও আয়তনঃ উত্তরে সিরাজগঞ্জ, টাঙ্গাইল জেলা।
শিক্ষাঃ ৫৬% ( শিক্ষার হার ) স্বাস্থ্যঃ সদর হাসপাতাল ০১ টি, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র- ০৬ টি, ডায়বেটিক হাসপাতাল-০১টি, মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র-০২ টি, কমিউনিটি ক্লিনিক-১১৬টি। কৃষিঃ আবাদযোগ্য কৃষি জমি-১০৭৮৯৭ হেক্টর। |
||||||||
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS